ফোল্ডার লক করার জন্য অসাধারণ পাঁচটি ফোল্ডার লকার-গরম গরম নামিয়ে নিন!!!!!!!!!

আসসালামুয়ালাইকুম। সবাই আশা করি ভাল আছেন। এটি আমার প্রথম টিউন, দোয়া করবেন যেন মানসম্মত টিউন নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি। আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক।

  বর্তমান এই প্রযুক্তির যুগে কম বেশি সবাই আমরা কম্পিউটার বা ল্যাপটপ ব্যবহার করে থাকি। তাই অনেক সময়ে আমাদের ফোল্ডার লক করার প্রয়োজন হয়, কারন ভাইরাস-এর জালায় অথবা ডিলিট হয়ে যাওয়ার ভয়ে।

আজ পর্যন্ত কোন অপারেটিং সিস্টেম ফোল্ডার লকার উইন্ডোজ প্যাক এর সাথে দেয়নি। এই কথা বিবেচনা করে আজ আমি আপনাদের জন্য পাঁচটি ফোল্ডার লকার নিয়ে এসেছি।

1.Folder Locker 7

সারা বিশ্বে ফোল্ডার লক করার জন্য “Folder Locker 7” বহুল ব্যবহৃত একটি সফটওয়্যার,কারন এতে ২০টি নিরাপত্তা বৈশিষ্ট্য আছে। এটি AES Encryption- সবচেয়ে নিরাপদ encryption ব্যবহার করে থাকে।

http://folder-lock.en.softonic.com/download

2.Password Folder

“Password Folder”   আপনার কম্পিউটারে ব্যক্তিগত files and folder নিরাপদ করার জন্য একটি সহজ এবং কার্যকর উপায়. এটা আপনার ফাইল বা ফোল্ডার কে লুকিয়ে রাখে আর সেই ফোল্ডার-এ অন্য কোন ফাইল যুক্ত করতে দেয় না, অথবা ফাইল গুলো কেও কপি করতে দেয় না। এটা সব উইন্ডোজ অপারেটিং সিস্টেমে চলবে।

 http://password-folder.en.softonic.com/download

3.Folder Protection

এই সফটওয়্যার টিও আপনার ফোল্ডার এ ফাইল add করতে দেয় না, ফাইল গুলোকেও ডিলিট করতে বা কপি করতে দেয় না। এটি আপনার data প্রটেক্ট করার জন্য strong encryption ব্যবহার করে।

folder-protection.en.softonic.com/download

4.Free Hide Folder

“Free Hide Folder”  - এই সফটওয়্যার টি বহু ফোল্ডার একসাথে  Hide করে পাসওয়ার্ড দিয়ে লক করার জন্য অত্যন্ত কার্যকর একটি সফটওয়্যার। এটা যেকোনো অপারেটিং সিস্টেম-এ চলবে।

http://free-hide-folder.en.softonic.com/download 

5.Lock A Folder


“Lock A Folder” যেকোনো ফাইল বা ফোল্ডার পাসওয়ার্ড দিয়ে লক করার জন্য সবচেয়ে নিরাপদ,সোজা ও মারাত্মক একটি সফটওয়্যার। তাহলে আর দেরি করছেন কেন ? এখনি নামিয়ে ফেলুন 

http://lockafolder.en.softonic.com/download 

আজ এতটুকু-ই রইলো, বেচে থাকলে আগামি টিউনে-এ দেখা হবে। ভালো থাকবেন,সৎ পথে থাকবেন,সুখি থাকবেন-এই আশা করে বিদায় নিচ্ছি। আল্লাহ-হাফেয।

Comments

Popular posts from this blog

কেউ আপনার মোবাইল ধরলে বেজে উঠবে (চমকে যাবে সবাই)